যেকোন ধরণের ধর্মীয় প্রশ্নের উত্তর জানতে বামে মেজেজ্ঞার আইকনে ক্লিক করে আমাদের প্রশ্নটি লাইভ চ্যাটের মাধ্যমে জানান, SanatanLive.blogspot.com

আমাদের সম্পর্কে

 Sanatanlive.blogspot.com


সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া

সকলে সুখী হোক,সকলে আরোগ্য লাভ করুক।


সৃষ্টির প্রতিটি অনু-পরমাণুই এক মহাশক্তির নিয়ন্ত্রণে এবং নিয়মের মধ্যে আবদ্ধ রয়েছে, তাই যদি কোন সৃষ্টিকর্তা বা শক্তি থেকে থাকে তা এক ও অভিন্ন । আবার মানুষ এবং সৃষ্টির প্রতিটি জীবই সেই অনন্ত শক্তির অংশ, সেই শক্তির অংশ যখন কোন জীব বা প্রাণীর দেহে থাকে তখন সে জড় পদার্থ থেকে আলাদা হয় । মানব সৃষ্টির শুরু থেকে মানবসভ্যতার বিকাশ ও উন্নয়নের পদ্ধতি এবং সেই সময়ের মহান মানবগণ যেসব তথ্য আমাদের জন্য রেখে গিয়েছিলেন এবং কোন সময়ে তারা সেই তথ্যগুলি আবিষ্কার করেছিলেন তার অধিকাংশ ধারণায় আমাদের মধ্যে নাই। তাই আমরা সেই প্রাচীন সভ্যতার বিকাশ এবং প্রাচীন বিজ্ঞান চর্চাক্ষেত্র ও তার মধ্যে অবদান থাকা মহামানবদের জীবনি ও কাজ এবং আবিষ্কার আমরা ( অনুসন্ধান, গবেষণা, ও পর্যালোচনার পর উপযুক্ত প্রমান এবং তথ্যাদি সহ আপনাদের সম্মুখে উপস্থাপন করি)। সনাতন ধর্ম তথা বেদ ও অন্যান্য শাস্ত্রগুলো যেমন ব্রহ্মান্ডের জীবও জড় সকল বা সমস্ত সৃষ্টির মঙ্গল কামনা করে, তেমনি আমরাও সকল মানুষেদ কাছে পৌঁছেদিতে চাই সেই বাণী "Vasudhaiva Kutumbakam" সারা বিশ্ব একটি পরিবার। বৈদিক ধর্ম সনাতন কখনো কোন মানুষ বা জীব বা সৃষ্টির মধ্যে পার্থক্য করে নাই, আর এজন্যই সনাতন চিরন্তন,  যার কোন বিনাশ নেই। কেউ নাস্তিক হলে তাও ঠিক আছে, কেউ মূর্তিপুজা করলে তাও ঠিক আছে, কেউ মূর্তিপুজার বিরোধীতা করে নিরাকার উপসনা করলে তাও ঠিক আছে,  শুধু আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে এবং সমস্ত জগৎতের মঙ্গল কামনায় নিজেদের ও সমাজকে পরিচালিত করতে হবে, আর সেই পদ্ধতি রেখে গেছেন আমাদের পূর্বপুরুষরাই হাজার হাজার বছর আগে। বহুজন বহুমত, বহু মত - একই পথ এটাই সনাতন। সাকার বা নিরাকার যেটা ইচ্ছা ওই উপসনার পদ্ধতিই আপনি পালম করতে পারেন, পৃথীবিতে এমন কোন সম্পদায় সৃষ্টি হয়নি যাদের উপসনার পদ্ধতিগুলো সনাতন ধর্মীয় শাস্ত্রে বলা হয়নি বা বলা নাই। তাই সনাতন বট বৃক্ষ আর তার জ্ঞান অনন্ত মহা সমুদ্র সরুপ। আস্তে আস্তে সভ্যতা হয়েছে উন্নত,  আর এরকম উন্নত সভ্যতা ও উন্নত ব্যাক্তিদেরই সনাতনীরা দেবতা মেনে, শক্তিশালী ভেবে পূজা করে আসছে। সেই উন্নত সভ্যতাগুলি এবং আমাদের অতীতের ইতিহাস সবার সম্মুখে তুলে ধরা ও অজানা প্রশ্নের উত্তর এবং জিজ্ঞাসা নিয়ে আমাদের এই ওয়েবটি সাজানো হয়েছে। 


আমাদের ফেসবুক পেজে মেসেজ করে ধর্মীয় বা বৈজ্ঞানিক জ্যোতিবিজ্ঞান বিষয়ে যেকোন প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন।


ফেসবুক পেজে যেতে : এখানে ক্লিক করুন



অভিযোগ অনুরোধ, মতামত জানান:


Maill us : SanatanHinduLive@gmail.com


* পৃথিবীর মানুষের মধ্যে ভেদাভেদ দূরীকরণ ও সকলের মধ্যে বিভেদ না থেকে ভাতৃত্ব বোধ হয়, এটাই আমাদের চাওয়া। যাতে সকল মানুষ, সকল মানুষের জন্য ও সমস্তসৃষ্টির জন্য প্রার্থনা করে এবং এক ঈশ্বরের সমস্ত সৃষ্টির মধ্যে কোন বিভেদ তৈরী না করে। পৃথিবী যাতে সুন্দর ও শান্তিময় এবং আনন্দময় হয় - এটাই প্রত্যাশা।


আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি বিস্তারিত পরবর্তীতে আপডেট করা হবে।